
চট্টগ্রামে ২৫ লাখ টাকার চেক প্রতারণার দুটি মামলায় এক ব্যবসায়ীকে এক বছর করে মোট দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ মনসুর আলী এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মোহাম্মদ মোজাম্মেল হক (৪২)। তিনি হাটহাজারী উপজেলার ‘মেসার্স হক এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
বাদীপক্ষের আইনজীবী আসাদুজ্জামান খান বলেন, “চেক প্রতারণার দুটি মামলায় আদালত আসামিকে প্রতিটি এক বছর করে মোট দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে দুটি চেকে উল্লিখিত ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।”
মামলার নথি থেকে জানা যায়, ব্যবসায়ী মোহাম্মদ মইনুল ইসলামের কাছ থেকে নেওয়া ধারের বিপরীতে মোজাম্মেল হক দুটি চেক দেন। এর মধ্যে একটি ছিল এবি ব্যাংকের ১০ লাখ টাকার এবং অন্যটি পূবালী ব্যাংকের ১৫ লাখ টাকার চেক।
নির্দিষ্ট তারিখে চেক দুটি ব্যাংকে জমা দেওয়া হলে সেগুলো ‘অপর্যাপ্ত তহবিল’ এর কারণে প্রত্যাখ্যাত হয়। এরপর বাদী মইনুল ইসলাম আইনি নোটিশ পাঠালেও টাকা পরিশোধ না করায় ২০২৩ সালে তিনি আদালতে দুটি মামলা দায়ের করেন।
আইনজীবী আসাদুজ্জামান জানান, আজ রায়ের দিন আসামি আদালতে উপস্থিত ছিলেন না। আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছেন।