
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা যুবলীগের নেতা মো. শাহজালাল চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন।
শাহজালাল চৌধুরী আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বাসিন্দা। তিনি উপজেলা যুবলীগের একজন নেতা এবং ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) ক্যাজুয়াল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি।
পুলিশ জানায়, শাহজালালের বিরুদ্ধে ডিএপি সার কারখানায় প্রভাব বিস্তার, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, “রোববার সন্ধ্যায় শাহজালালকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।” তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি।