
চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে পুড়ে পাঁচটি পরিবারের বসতঘর ছাই হয়ে গেছে। এতে এসব পরিবারের সদস্যরা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।
উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালা এলাকায় রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ছাবের আহমদ, মোস্তফা আলী, আহমদ উল্লাহ, রফিক আহমদ ও আবদুল কাদেরের ঘরবাড়ি এবং আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।
আগুনে পুড়ে গেছে শিক্ষার্থীদের বই-খাতা, সনদসহ মূল্যবান কাগজপত্রও। এতে আসন্ন এসএসসি ও ডিগ্রি পরীক্ষার্থীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী বিপাকে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তান ও এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ মারুফ বলে, “আমার একটা বইও বের করতে পারিনি। আমার বড় বোনের আজ (সোমবার) ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা। সে শুধু প্রবেশপত্রটা নিতে পেরেছে। আমাদের সব সার্টিফিকেট, বই-খাতা পুড়ে গেছে।”
বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বাশার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তারা ঘটনাস্থলের দিকে রওনা হন। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনায় তারা মাঝপথ থেকে ফিরে আসেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় এগিয়ে আসার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।