
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৩৮ বছর শিক্ষকতার পর অবসরে গেলেন বিজ্ঞান শিক্ষক শম্ভু সরকার।
সোমবার বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট হাসান কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ বাহাউদ্দিন। প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সহকারী শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণে অনুষ্ঠানটি আবেগঘন হয়ে ওঠে। বিদায়ী শিক্ষকের উদ্দেশে মানপত্র পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী নুসরাত তাবাসসুম।
শিক্ষক শম্ভু সরকার ১৯৮৭ সালের ১০ সেপ্টেম্বর এই বিদ্যালয়ে যোগদান করেন এবং ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অভিভাবক প্রতিনিধি কাজী আবু তাহের উপস্থিত ছিলেন। সহকারী শিক্ষক শান্তনু মজুমদারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন শিক্ষক জুয়েল শাহা, খালেদ নেওয়াজ চৌধুরী এবং প্রাক্তন ছাত্র মিনহাজ রহমান।