মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

কর্ণফুলীর ভূমি অফিসে ঘুষ না দিলে ‘নড়ে না ফাইল’

তহসিলদারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের
আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ৭:০৮ অপরাহ্ন


চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না বলে অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা। তাদের ভাষ্য, তহসিলদারকে চাহিদামতো টাকা না দিলে দিনের পর দিন হয়রানির শিকার হতে হয়।

সোমবার সরেজমিনে গেলে একাধিক ভুক্তভোগী ভূমি কর্মকর্তা (তহসিলদার) সঞ্জীব দাশের বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ভূমি কর্মকর্তা। তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

আব্দুল্লাহ আল মামুন নামে একজন সেবাগ্রহীতা বলেন, “একটি নামজারি করতে দিনের পর দিন ঘোরানোর পর ১৪ হাজার টাকার বিনিময়ে কাজটি করে দেন। আমি সরকারি কর্মকর্তা পরিচয় দেওয়ার পরও তিনি টাকা ছাড়া ফাইল ছাড়েননি।”

শারমিন সুলতানা নামে আরেকজন অভিযোগ করেন, একটি করণিক ভুল সংশোধনের জন্য তিনবার আবেদন করলেও প্রতিবারই তা খারিজ করে দেওয়া হয়েছে। তার অভিযোগ, তহসিলদার ৩০ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন, তা না দেওয়ায় তিনি হয়রানির শিকার হচ্ছেন।

এসব বিষয়ে জানতে চাইলে তহসিলদার সঞ্জীব দাশ প্রথমে অভিযোগ অস্বীকার করেন। পরে তিনি বলেন, “এসব হয়তো বাইরের দুই-একজন, যারা আমাকে সহযোগিতা করে, তারা নেয়। আমি তো এখানে এসেছি এক বছরও হয়নি।”

এ বিষয়ে কর্ণফুলীর সহকারী কমিশনার (ভূমি) আমিন হোসেন বলেন, “যারা অভিযোগ করছে, তাদের আমার কাছে আসতে বলেন। আপনারা (প্রতিবেদক) কেউ আসবেন না, শুধু অভিযোগকারী আসবে।”

এ ছাড়া কর্ণফুলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্রকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন বলেন, “ঘুষ-দুর্নীতি দমনে প্রশাসন কাজ করছে। ইতোমধ্যে অনেক কর্মকর্তা শাস্তির মুখোমুখি হয়েছেন। কর্ণফুলীর বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হবে।”