
চট্টগ্রামের লোহাগাড়ায় টংকাবতী খালসহ বিভিন্ন এলাকা থেকে অপরিকল্পিত ও অবৈধ বালু উত্তোলন বন্ধের আহ্বান জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরী।
সোমবার বিকেলে উপজেলার আমিরাবাদের হাজারবিঘা এলাকাসহ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান।
শাহজাহান চৌধুরী বলেন, “লোহাগাড়ার টংকাবতী খাল, পুটিবিলার বিভিন্ন এলাকা এবং চুনতী সীমান্তে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে এসব এলাকার রাস্তাঘাট, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।”
তিনি আরও বলেন, “এক বালু মহাল ইজারা নিয়ে শর্ত ভঙ্গ করে অন্য জায়গা থেকে বালু উত্তোলন করা যাবে না। যদি কোনো ইজারার কারণে পরিবেশের ক্ষতি হয়, তবে তা বাতিলের জন্য সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে হবে।”
পরিদর্শনকালে অন্যদের মধ্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হাসান, পদুয়া ইউনিয়ন জামায়াতের আমির আ ক ম হামিদুল হক, মাস্টার মোবারক আলী, ব্যবসায়ী নুরুল ইসলাম শিকদার, সমাজসেবক আবুল কালাম এবং পদুয়া যুব বিভাগের সভাপতি জিয়াবুল হোসেন উপস্থিত ছিলেন।