
চট্টগ্রামের সাতকানিয়ায় এক যুব গ্যাং নেতার আস্তানায় অভিযান চালিয়ে গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে অভিযানের সময় মূল অভিযুক্ত ‘কলা মানিক’ পালিয়ে গেছে।
উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের রুপকানিয়া এলাকায় মঙ্গলবার গভীর রাতে এই অভিযান চালানো হয়।
সাতকানিয়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন এসএম সাকিবুজ্জামান শামীম পারভেজ এই অভিযানের নেতৃত্ব দেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ‘কলা মানিক’ নামে পরিচিত ওই যুবকের আস্তানায় তল্লাশি চালানো হয়।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও যুব গ্যাং নেতা হিসেবে পরিচিত কলা মানিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে তার আস্তানা থেকে ৫৫০ গ্রাম গাঁজা, একটি রামদা, পাঁচটি ক্রিজ ও একটি ডিজিটাল চাকু উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা গাঁজা ও দেশীয় অস্ত্রগুলো ভোর চারটার দিকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।