
আওয়ামী লীগের ‘বিপদে’ যেমন ভারতের আশ্রয় ছিল, বিএনপির জন্য তেমন কোনো সুযোগ নেই—এমন মন্তব্য করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ‘আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে’।
সোমবার রাতে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি ‘পিআর’ পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন এবং দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।
সরওয়ার আলমগীর বলেন, “এমন কোনো অন্যায় নেই, আওয়ামী লীগ করেনি। তাই তারা আজ জনসমক্ষে আসতে ভয় পায়। আমাদের অবস্থা আরও খারাপ হবে। আওয়ামী লীগের জন্য ভারতের সীমান্ত খোলা ছিল, তারা সেখানে চলে যেতে পেরেছে। কিন্তু আমাদের জন্য ভারত নেই, আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে।”
পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, “ধানের শীষের জোয়ার দেখে একটি গোষ্ঠীর মাথা খারাপ হয়ে গেছে। গোষ্ঠীটি পিআর এর নামে নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু দেশের মানুষ সচেতন, তাদের সে আশা পূরণ হতে দেবে না।”
চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, “বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি করে, তাহলে আমাকে জানাবেন। আমি নিজেই বাদী হয়ে মামলা করব।”
নাজিরহাট পৌরসভা বিএনপির নেতা বশির উদ্দিন এর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম, নূর ইসলাম মেম্বার, ফরিদ কোম্পানি, নাছির উদ্দিন, আবু আজম তালুকদার, খালেদ মাহমুদ বাবুল, আলাউদ্দিন চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম মুনসুর, জালাল উদ্দিন চৌধুরী, শহীদুল আলম, গাজী আমান উল্লাহ, সাইফুল হায়দার রাসেল, হাছান কবির বাবর, হাসানুল কবির, মোজাহারুল ইকবাল লাভলু, কামরুল অপু, মো. এনাম, একরাম, আরমান উদ্দিন, রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, শ্রমিক দল নেতা মো. ওসমান, সাদ্দাম তালুকদার এবং মামুন।