
চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শহীদুল ইসলাম (২৪) নামে এক ডেকোরেশন কর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদুল ইসলাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিরেরখীল এলাকার মো. শফির ছেলে এবং মীর নোয়াবুল মেমোরিয়াল হাই স্কুলের সাবেক শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় আলীপুর এলাকায় ডেকোরেশনের কাজ করার সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হন শহীদুল। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মীর নোয়াবুল মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সেলিম উদ্দিন রেজা নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান মঙ্গলবার রাত ৯টার দিকে জানান, এ ধরনের কোনো ঘটনার খবর তারা পাননি।