বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

মানিকছড়িতে যুবদল নেতাকে ‘হত্যাচেষ্টা’, বিএনপির বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি | প্রকাশিতঃ ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ৬:৫৩ অপরাহ্ন


খাগড়াছড়ির মানিকছড়িতে ইউনিয়ন যুবদলের এক নেতাকে মোটরসাইকেল চাপা দিয়ে ‘হত্যাচেষ্টার’ অভিযোগে বিক্ষোভ করেছে বিএনপি।

বুধবার বিকেলে তিনটহরী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনগুলো এ কর্মসূচি পালন করে অভিযুক্তদের বিচার দাবি করে।

গত সোমবার তিনটহরী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুরুল ইসলামকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে মোটরসাইকেল চাপা দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় যুবলীগ কর্মী আবদুল মোমিনসহ দুজনকে পুলিশ আটক করেছে। গুরুতর আহত নুরুল ইসলাম বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে তিনটহরী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইউনুছ আলী সুমনের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা জুবায়ের হোসেন জুয়েলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলা উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান।

বক্তব্যের সময় মো. আলা উদ্দিন, মো. শহিদুল ইসলাম এবং মো. শাহজাহান বলেন, এই ‘ন্যক্কারজনক’ ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি তারা জড়িতদের সুষ্ঠু বিচার দাবি করছেন।

সমাবেশে আরও বক্তব্য দেন ইউনিয়ন যুবদলের সদস্য মো. মোরশেদ ও পলাশ দে, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোকতার হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রবিউস সানি এবং ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক সজিব হাসান।