
চট্টগ্রাম নগরীর বালুচড়া এলাকায় তিন শতাধিক অসহায় ও দরিদ্র ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার বায়তুল কাদের জামে মসজিদ ঈদগাহ প্রাঙ্গণে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দাউদ সিদ্দিক, চক্ষু বিশেষজ্ঞ ডা. মাসুদ পারভেজ, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. শারমিন আক্তার এবং গাইনি বিশেষজ্ঞ ডা. জেসমিন আক্তার চিকিৎসা সেবা দেন। এর পাশাপাশি রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচিতে করম আলী শাহ ব্লাড ফাউন্ডেশন এবং ‘মানব সেবায় হোক আমাদের অহংকার বাংলাদেশ’ নামে দুটি সংগঠন সহযোগিতা করে।
ক্যাম্প চলাকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ সেলিম, বাইতুল কাদের জামে মসজিদ খতিব মাওলানা কাউছার ফয়েজী, ফাউন্ডেশনের পরিচালক মো. শাহিন পারভেজ, ডা. মাসুদ পারভেজ, ডা. জেসমিন আক্তার, ডা. শারমিন আক্তার, ইসরাত জাহান মুক্তা, মাহবুবা খানম ঊর্মি, মো. হানিফ, মো. ইসহাক, মো. হালিম এবং মো. ফরিদুল আলম বাবলু।
আয়োজকরা জানান, হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করছে। এর মধ্যে রয়েছে এতিম ও বৃদ্ধাশ্রমে সহায়তা, বিনামূল্যে চক্ষু চিকিৎসাসহ ছানি অপারেশন এবং বিভিন্ন রোগের ওষুধ সরবরাহ।