
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার উপজেলার পারুয়া ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচিতে দলের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়েছেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের এই প্রার্থী বলেন, “দেশে সুশাসন ফেরাতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে হবে।”
মাওলানা আমিরুজ্জামান আরও বলেন, “আল্লাহর আইন প্রতিষ্ঠা এবং সৎ ও যোগ্য মানুষের শাসনব্যবস্থা কায়েম করতে হলে সবাইকে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাসান মুরাদ এবং সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন।
মাওলানা হাসান মুরাদ জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৩ সেপ্টেম্বর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে এ গণসংযোগ কর্মসূচি পালন করা হচ্ছে। পারুয়া ইউনিয়নের কর্মসূচিতে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বলে তিনি দাবি করেন।