
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচি থেকে ‘জুলাই সনদের’ ভিত্তিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি জানানো হয়।
জামায়াতের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই সনদ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, বিগত সরকারের সময়ের দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
বিক্ষোভ মিছিল শেষে জামায়াত নেতারা দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজারহাট এলাকায় গণসংযোগ করেন। এ সময় তারা চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে দলের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামানের পক্ষে প্রচারণা চালান ও লিফলেট বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল গফুর, অ্যাডভোকেট আজিম উদ্দিন, অধ্যাপক মহিউদ্দিন, উপজেলা জামায়াতের আমির হাসান মুরাদ, নায়েবে আমির মাওলানা শওকত, সেক্রেটারি মাস্টার কামাল, দক্ষিণ রাজানগর ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট জুয়েল, লালানগর ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা নুরুল্লাহ ও সহ-সভাপতি মাওলানা হাসমত আলী।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ও দিদারুল আলম দিদার, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি রাশেদুল আলম তালুকদার, ব্যবসায়ী নাজিম, বাজার সভাপতি রবিউল আবছার বাচু, নগর জামায়াতের রাঙ্গুনিয়া শহর শাখার সভাপতি আবুল কাশেম, ব্যবসায়ী বদিউল আলম, ব্যবসায়ী সমিতির সভাপতি প্রার্থী আইয়ুব আলী, খোরশেদ আলম, তাজুল ইসলাম এবং আবদুল সালাম।