বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

পূজামণ্ডপ পরিদর্শনে এবি পার্টি নেতা ছিদ্দিকুর, দিলেন নানা প্রতিশ্রুতি

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২ অক্টোবর ২০২৫ | ২:৫৩ অপরাহ্ন


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবি পার্টির নেতারা।

বুধবার রাতে চট্টগ্রাম-৯ আসনে দলটির সম্ভাব্য প্রার্থী ও মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে এই পরিদর্শনে যান তারা।

এ সময় ছিদ্দিকুর রহমান বলেন, “রাষ্ট্র গঠনের লক্ষ্য হলো মানুষের বিক্ষিপ্ত অস্তিত্বকে একটি সুশৃঙ্খল কাঠামোর ভেতর আনা। রাষ্ট্রকে টিকিয়ে রাখতে প্রয়োজন নিরাপত্তা, ন্যায়বিচার ও সুশাসনের নিশ্চয়তা। আমরা যেই ধর্মেরই হই না কেন, রাষ্ট্র সবার।”

তিনি সাবেক আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, দলটি “হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম এবং আন্তঃসম্প্রদায় অবিশ্বাস তৈরি করার চেষ্টা করেছিল।” ছিদ্দিকুর রহমান তার বক্তব্যে চট্টগ্রামকে সিঙ্গাপুর ও বেইজিংয়ের আদলে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

নেতারা জেএম সেন হল, জামাল খান কুসুম কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, পশ্চিম বাকলিয়ার ফুলতলা এবং বলিরহাট শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

জেএম সেন হল পরিদর্শনের সময় ছিদ্দিকুর রহমানের সঙ্গে ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুক, কেন্দ্রীয় নেতা হায়দার আলী চৌধুরী, বাকলিয়া থানা সমন্বয়ক মুহাম্মদ আকবর আজগর এবং নগর নেতা মোস্তাফিজুর রহমান, সঞ্চয় চৌধুরী, বিধান কান্তি দাস, সৈয়দ সোহরাব হোসেন, রানা মহাজন ও উজ্জ্বল পাল চৌধুরী।

বলিরহাট রক্ষাকালী মন্দির পরিদর্শনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কাশেম, ডা. মুখেশ চন্দ্র শীল, মিত্র কুমার শীল, রুবেল কুমার শীল, মঙ্গল কুমার শীল, রাহুল কুমার শীল, ইমেল কুমার শীল, টিপু কুমার শীল, জন্তু কুমার শীল, সুব্রত কুমার শীল ও শুভ শীল।

ফুলতলার পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবনেতা রোটারিয়ান ওমর ফারুক, শিশু কিশোর পূজা উদযাপন পরিষদের প্রদীপ বাবু, লংকা পাড়া এন জে ক্লাবের লিটন চক্রবর্তী এবং পদ্মা কিশোর মিতালী সংঘের দেবাশীষ দাস।