
বর্তমান অন্তর্বর্তী সরকার কয়েকটি দল নিয়ে ‘ক্ষমতা ভাগাভাগির মোহে’ ডুবে আছে এবং ‘জুলাই বিপ্লবের স্বপ্ন’ থেকে দূরে সরে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন।
বৃহস্পতিবার চট্টগ্রামের আনোয়ারায় এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন এবং পিআর পদ্ধতির বিরোধিতা করে নির্ধারিত সময়ে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
আল্লামা এম এ মতিন বলেন, “ক্ষমতা ভাগাভাগির এই রাজনীতি জনগণ কখনো মেনে নেবে না। পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানে নেই এবং এটি কার্যকর করতে গেলে নির্বাচনের রোডম্যাপ বিলম্বিত হবে।”
আনোয়ারার কালাবিবির দিঘি মোড়ে আয়োজিত এ সমাবেশকে সুন্নিপন্থি তিনটি রাজনৈতিক দলের নতুন নির্বাচনী জোটের প্রথম শোডাউন হিসেবে দেখা হচ্ছে।
ইসলামী ফ্রন্ট আনোয়ারা পূর্ব পরিষদের সভাপতি মাওলানা আহমদ নুর আলকাদেরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবু নাছের তালুকদার।
অনুষ্ঠান উদ্বোধন করেন বিভাগীয় সাংগঠনিক সচিব মাওলানা এস এম শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কো-চেয়ারম্যান ড. এম এ অদুদ, কেন্দ্রীয় প্রচার সচিব মাস্টার আবুল হোসেন এবং চট্টগ্রাম জেলার সভাপতি মাওলানা ফেরদৌসুল আলম খাঁন।
এছাড়াও ড. এম এ অদুদ, মাস্টার আবুল হোসেন এবং মাওলানা ফেরদৌসুল আলম খাঁনের পাশাপাশি সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট আনোয়ারা পশ্চিম পরিষদের সভাপতি মাওলানা মনির আহমদ আনোয়ারী।