
আগামী নির্বাচনে বিজয়ী হলে শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
শুক্রবার বিকেলে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এ প্রতিশ্রুতি দেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল ফারুক বলেন, “স্বাধীন বাংলাদেশে সবচেয়ে বেশি অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে শ্রমিকেরা। অথচ তাদের হাড়ভাঙা পরিশ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে। আমরা একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে চাই, যেখানে শ্রমিকরা তাদের কাজের যথাযথ মূল্য ও সম্মান পাবেন।”
উত্তর কাকারা মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি সাজ্জাদ হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দীন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ হেদায়েত উল্লাহ, শ্রমিক কল্যাণের জেলা সেক্রেটারি মোহাম্মদ মহসিন, চকরিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আবুল বশর, উপদেষ্টা মাওলানা ছৈয়দ করিম ও মাস্টার মোহাম্মদ হোছাইন এবং বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি শরিফুল আমিন এবং কাকারা ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা মাওলানা শাহাদাত হোসেন ও মাওলানা মোহাম্মদ আলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবুল ফজল।