চট্টগ্রাম : বর্তমানসহ পরবর্তী মেয়রদের প্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পদাঙ্ক অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়ে শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে এম এ লতিফ বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিন তিনবার নির্বাচিত জনপ্রিয় মেয়র, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরী একজন অকৃত্রিম দেশপ্রেমিক।
দেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে, জনস্বার্থে তাঁর অবদান অবিস্মরণীয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অভিভাবক হিসেবে তিনি দলকে সুসংগঠিত করতে যথেষ্ট ভূমিকা রেখে গেছেন। চট্টগ্রামের সার্বিক উন্নয়নে মেয়র থাকাকালীন সময়ে তিনি জনকল্যাণমূলক যে সব কাজ করে গেছেন তার জন্য চট্টগ্রামবাসীর কাছে তিনি চট্টলবীর হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
বিবৃতিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধিবাসীদের স্বার্থরক্ষায় পরবর্তী মেয়রদেরকে মহিউদ্দিন চৌধুরীর পদাঙ্ক অনুসরণ করা উচিত বলে জানান এমপি এম এ লতিফ।