সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

‘অর্থাভাবে আ. লীগের অনেক নেতা সন্তানদের বিয়ে দিতে পারেন না’

| প্রকাশিতঃ ১৭ ডিসেম্বর ২০১৭ | ২:২৯ অপরাহ্ন

ঢাকা : অর্থাভাবে আওয়ামী লীগের অনেক নেতা তাদের সন্তানদের বিয়ে দিতে পারেন না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের প্রথম জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ছায়েদুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহকর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা কখনও পূরণ হবার নয়।’

তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে আমরা অনেকে অনেক সম্পদ গড়ে তুলি। কিন্তু ছায়েদুল হকের মধ্যে এ ধরনের প্রবণতা ছিল না। তিনি টিনের ঘরে থাকতেন। আওয়ামী লীগের অনেক নেতা আছেন যারা টাকার অভাবে ছেলে মেয়েকে বিয়ে দিতে পারেন না, লেখাপড়া করাতে পারেন না। এটাই আওয়ামী লীগ।’