সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

নগর বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আলী আর নেই

| প্রকাশিতঃ ১৮ ডিসেম্বর ২০১৭ | ১:০৩ পূর্বাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগর বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আলী আর নেই। রোববার রাত ৮টার দিকে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।

রোববার সন্ধ্যার দিকে হার্টের সমস্যা দেখা দিলে তাকে মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়।

মোহাম্মদ আলী ১৯৯৩-৯৪ সালে চট্টগ্রাম নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। তার কমিটির সভাপতি ছিলেন নাজিমুর রহমান।

মোহাম্মদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন একুশে পত্রিকাকে বলেন, দীর্ঘদিন ধরে তিনি হার্টের জটিলতায় ভুগছিলেন। রোববার সন্ধ্যার দিকে তীব্র অসুস্থতাবোধ করলে তাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮টার দিকে সেখানেই তিনি মারা যান।

মৃত্যুকালে মোহাম্মদ আলীর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও একপুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।

মোহাম্মদ আলীর মৃত্যুতে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, মোহাম্মদ আলী একজন মেধাবী ছাত্রনেতা ছিলেন। চট্টগ্রামের তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মৃত্যুতে বিএনপি একজন সাহসী, নিবেদিতপ্রাণ নেতাকে হারালো বলে মন্তব্য করেন ডা. শাহাদাত।