
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোটকেন্দ্রের কাছে ডেস্ক বসিয়ে এবং ভোটারদের লাইনে স্লিপ বিতরণের মাধ্যমে ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল।
তবে ছাত্রদল এ অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেছে শিবিরের বিরুদ্ধে।
বুধবার দুপুরে ভোটগ্রহণ চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ইব্রাহিম হোসেন রনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, “কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ছাত্রদল দুটি কেন্দ্রে ডেস্ক বসিয়েছে। এছাড়া সংগঠনটির কয়েকজন প্রার্থী ভোটারদের লাইনে গিয়ে স্লিপ দিচ্ছেন, যা আচরণবিধির লঙ্ঘন।”
একই অভিযোগ করেন শিবির সমর্থিত প্যানেলের আরেক প্রার্থী সাঈদ বিন হাবিব। তিনি বলেন, “এ বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “শিবির প্লাস্টিক (সামগ্রী) বিতরণ করছে। আমরা সেটা করছি না। ছাত্রশিবির আচরণবিধি লঙ্ঘন করতে পারলে আমরা করলে সমস্যা কী?”
তিনি আরও বলেন, “তাছাড়া কোথায় আমাদের কর্মীরা স্লিপ বিতরণ করছে, সেটার প্রমাণ হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেন।” ইব্রাহিম হোসেন রনি, সাঈদ বিন হাবিব এবং আব্দুল্লাহ আল নোমান প্রত্যেকেই নিজ নিজ প্যানেলের পক্ষে কথা বলেন এবং প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলেন।