সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চাকসু নির্বাচনে ৭০ শতাংশ ভোট পড়েছে: সিইসি

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৫ অক্টোবর ২০২৫ | ৯:০৩ অপরাহ্ন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।

বুধবার সন্ধ্যায় তিনি জানান, সব কেন্দ্রের চূড়ান্ত হিসাব না পাওয়া গেলেও প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই ধারণা পাওয়া গেছে।

অধ্যাপক মনির উদ্দিন বলেন, “এখনো পর্যন্ত আমাদের কাছে সব কেন্দ্রের পূর্ণাঙ্গ তথ্য আসেনি। তবে সার্বিকভাবে বলা যায়, প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।”

তিনি জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী, সমাজবিজ্ঞান অনুষদ ভবনে ৬৭.১৭ শতাংশ, আইটি ভবনে ৭২ শতাংশ এবং বিজ্ঞান অনুষদ ভবনে ৬৯ শতাংশ ভোট পড়েছে।

দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৭ হাজার ৫১৬ জন। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।