সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

হাটহাজারীতে ক্লাসে ছাদের পলেস্তারা খসে ২ শিক্ষার্থী আহত

ভবন জরাজীর্ণ থাকার অভিযোগ, আগেই জানানো হয়েছিল কর্তৃপক্ষকে
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৫ অক্টোবর ২০২৫ | ১০:৫৮ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে চতুর্থ শ্রেণির দুই শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্কুল ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ছিল বলে অভিযোগ করেছেন শিক্ষক ও অভিভাবকরা।

আহত শিক্ষার্থীরা হলো অদিতি দেবী (৯) ও অজয় দেব নাথ (৮)। অদিতি ওই এলাকার শংকর নাথের এবং অজয় রিটন নাথের সন্তান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিম নাসিম জানান, শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে হঠাৎ ছাদের পলেস্তারার একটি অংশ খসে পড়ে দুই শিক্ষার্থীর ওপর। পরে শিক্ষকরা তাদের উদ্ধার করে পাশের একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রধান শিক্ষক তানজিম নাসিম বলেন, “ঘটনার পরপরই বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দীর্ঘদিন ধরেই আমার উচ্চপদস্থদের প্রায় সবাইকে স্কুল ভবনের বিষয়ে বলেছি, কিন্তু কেউ কর্ণপাত না করলে আমার কী করার আছে!”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান জানান, খবর পেয়ে তিনি এবং জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, “এই উপজেলায় এ বিদ্যালয়টিসহ বেশ কয়েকটি বিদ্যালয় ভবনের জন্য আবেদন করা আছে। বরাদ্দ পেলেই ভবন নির্মাণকাজ শুরু করা হবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিন বলেন, “বিষয়টি খুব দুঃখজনক। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”