
চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) দুটি পোশাক কারখানার গুদামে লাগা আগুন চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৫টি এবং নৌবাহিনীর ৪টি ইউনিট একযোগে কাজ করছে।
বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সিইপিজেডের ‘অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ ও ‘জিহং মেডিকেল কোম্পানি’র গুদামে এই আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিইপিজেড কর্তৃপক্ষ জানিয়েছে, সাত তলা ভবনের সপ্তম তলায় কারখানা দুটির গুদাম অবস্থিত, যেখান থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ভবনে থাকা প্রায় ৭০০ শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ভবনটি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং আগুন ধীরে ধীরে নিচের দিকে ষষ্ঠ ও পঞ্চম তলায় ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, গুদামের ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।
সিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সুবাহান বলেন, “আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়েছে। তাই এ ঘটনায় কারও হতাহত হওয়ার আশঙ্কা নেই।”
জি হং মেডিকেল কোম্পানির সুপারভাইজার ফাহিমুল মাহমুদ ভূঁইয়া জানান, তিনি দুপুরে হঠাৎ জরুরি অ্যালার্ম বাজতে শুনে আগুনের বিষয়টি জানতে পারেন। আরেক শ্রমিক মোছাম্মত শিপা বলেন, “‘আগুন, আগুন’ চিৎকার শুনে আমরা সবাই দৌড়ে নিচে নেমে আসি।”