
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রিয়াজকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে নাছির উদ্দিন রিয়াজকে গ্রেপ্তার করা হয়। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার শান্তিনিকেতন এলাকার মৃত মঞ্জুর হোসেনের ছেলে এবং রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ছিলেন।
রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, “নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোহাম্মদ নাছির উদ্দিন রিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
ওসি এটিএম শিফাতুল মাজদার আরও জানান, রিয়াজের বিরুদ্ধে একটি হত্যা, একটি নরহত্যা, একটি বিস্ফোরক দ্রব্য এবং একটি হত্যা চেষ্টার মামলা তদন্তাধীন রয়েছে।