
চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবার মাশুল বাড়ানোর প্রতিবাদে সিঅ্যান্ডএফ এজেন্টদের ডাকা সপ্তাহব্যাপী কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সোমবার (২০ অক্টোবর) এ সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন।
সংগঠনটির সভাপতি এস এম সাইফুল আলম জানান, “শ্রমিক-কর্মচারীদের সেবা নেওয়ার খাতগুলোতে বর্ধিত মাশুল প্রত্যাহার করে নেওয়া হবে বলে বন্দর কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েছে। এ কারণেই আমরা কর্মসূচি স্থগিত করেছি।”
এর আগে গত শনিবার ‘পোর্ট ইউজার্স ফোরামে’র এক প্রতিবাদ সভা থেকে সপ্তাহব্যাপী প্রতিদিন চার ঘণ্টা করে প্রতীকী কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এর অংশ হিসেবে রোববার প্রথম দিনের কর্মসূচি পালনও করা হয়।
ব্যবসায়ীদের আপত্তি উপেক্ষা করে গত ১৫ অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবার মাশুল গড়ে প্রায় ৪১ শতাংশ বাড়ানো হয়, যার প্রতিবাদে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন আন্দোলন করে আসছে।