সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

লোহাগাড়ায় আহত ভুবন চিল উদ্ধার, সাফারী পার্কে প্রেরণ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২১ অক্টোবর ২০২৫ | ৭:০৩ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে আহত একটি ভুবন চিল উদ্ধার করেছে বন বিভাগ। রোববার দুপুরে উপজেলার বড়হাতিয়ার মালপুকুরিয়া এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় পাখিটি উদ্ধার করা হয়।

চুনতি বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার বলেন, “স্থানীয়দের খবরের ভিত্তিতে পাখিটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় চিলটি অসুস্থ ছিল। এটির সুচিকিৎসার জন্য ডুলাহাজারা সাফারী পার্কে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “ভুবন চিল একটি বিপন্ন প্রজাতির পাখি। আবাস ও খাদ্য সংকটের কারণে এই প্রজাতিটি হারিয়ে যেতে বসেছে। এটি আমাদের দেশীয় পাখি এবং এটি রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার।”

পাখিটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর বন বিভাগের পরামর্শ অনুযায়ী এটিকে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই বন কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার।