সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

আনোয়ারায় ওসির ‘বিশেষ কৌশলে’ ডাকাত গ্রেপ্তার, ফিরছে স্বস্তি

জিন্নাত আয়ুব | প্রকাশিতঃ ২৩ অক্টোবর ২০২৫ | ৭:১১ অপরাহ্ন


গত এক মাস ধরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চিত্রপট যেন বদলে যাচ্ছে। একসময় মাদক, হত্যা আর ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে যে চাপা উদ্বেগ ছিল, তা এখন পুলিশি সাফল্যের প্রশংসায় রূপ নিয়েছে। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন। তার নেতৃত্বে পুলিশের ধারাবাহিক অভিযানে অপরাধীরা ধরা পড়ছে আর সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরছে।

স্থানীয়দের স্বস্তি বাড়িয়ে দিয়েছিল চাঞ্চল্যকর ‘ক্লুলেস’ সাজ্জাদ হত্যার রহস্য উদঘাটন। সেই মামলার হত্যাকারী ও জড়িতদের গ্রেপ্তারের পর পুলিশের প্রতি আনোয়ারাবাসীর নির্ভরতা বাড়ে। এরই ধারাবাহিকতায় গত এক মাস ধরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, মাদক কারবারি, সেবনকারী এবং বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার অভিযান চলছে।

এই সাফল্যের সর্বশেষ সংযোজন বুধবার রাতের এক বড় অভিযান। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ এই অভিযানের বিস্তারিত তুলে ধরেন। মো. সোহানুর রহমান সোহাগ জানান, বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে কালীগঞ্জ ব্রিজ এলাকায় একটি সক্রিয় ডাকাতদল বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে পুলিশ গোপন সংবাদ পায়।

এই সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানা পুলিশের একটি অভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে হানা দেয় এবং সাতজন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

মো. সোহানুর রহমান সোহাগ আরও জানান, বৃহস্পতিবার দুপুরে উত্তর চাতরী এলাকা থেকে চুরির কাজে ব্যবহৃত তালা, শিকল ও লোহা জাতীয় গ্রিল কাটার সরঞ্জামাদিও উদ্ধার করেছে পুলিশ। তিনি বলেন, আনোয়ারা থানার পুলিশ সদস্যদের আন্তরিকতায় অপরাধের প্রবণতা অনেকটা কমে এসেছে।

এই ধারাবাহিক সাফল্যের পেছনের কৌশল সম্পর্কে ওসি মনির হোসেন বলেন, “আমরা পাঁচটি টিম করে আনোয়ারাকে সার্বক্ষণিক টহলের আওতায় রেখেছি। এছাড়া আমাদের কিছু পুলিশিং টেকনিক্যাল রুল (বিশেষ কৌশল) এপ্লাই করে অপরাধ এবং অপরাধীদের শনাক্ত করা অব্যাহত রেখেছি।”

জনসাধারণকে আশ্বস্ত করে ওসি মনির হোসেন আরও বলেন, “যতদিন আছি পরিশ্রম করে আনোয়ারাবাসীকে সেবা দিয়ে যাব।” তার এই প্রত্যয়ই যেন আনোয়ারার মানুষের স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।