
টেলিভিশন সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা লুটের পর ৪৫ লাখ টাকা দামের একটি প্রাইভেট কারও ছিনিয়ে নিয়ে যাওয়া একদল ডাকাতের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী, ইপিজেড ও কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে। লুটে নেওয়া গাড়িটিও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন আবদুল মতিন, আশরাফুল ইসলাম, মো. মমিন, শারমিন আক্তার, নুর মোহাম্মদ সাব্বির, রোবেল হোসেন ও মো. ফয়সাল।
পুলিশ জানায়, গত ১০ অক্টোবর নগরীর খুলশী এলাকার একটি বহুতল ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে এই ডাকাতির ঘটনা ঘটে। মাই টিভির সাংবাদিক পরিচয়ে ১০-১২ জনের একটি দল ওই বাসায় প্রবেশ করে।
নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, ডাকাতরা বাসায় ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মুঠোফোন লুট করে। এ সময় বাসায় কোনো পুরুষ সদস্য ছিলেন না।
তিনি জানান, একপর্যায়ে ডাকাতরা বাসার নিচে থাকা সদ্য কেনা টয়োটা করোলা প্রাইভেট কারটি তল্লাশির কথা বলে গৃহকর্মীকে সঙ্গে নিয়ে নিচে নামে। এরপর চাবি কেড়ে নিয়ে গাড়িটিসহ লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় খুলশী থানায় মামলা দায়েরের পর গোয়েন্দা পুলিশ তদন্তে নামে। হাবিবুর রহমান বলেন, “ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতি করা গাড়িটি উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।”
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আফতাব হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি বলেন, “ঘটনার দিন তারা টেলিভিশনের সাংবাদিক সেজে হাতে মাইক্রোফোন নিয়ে গিয়েছিল, কিন্তু তারা কেউ সাংবাদিক নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আগেও সাংবাদিক পরিচয়ে ডাকাতি করেছে, যা হয়তো ভুক্তভোগীরা প্রকাশ করেনি।”