
চট্টগ্রামের হাটহাজারীতে সহপাঠীদের হামলায় নিহত স্কুলছাত্র মো. তানবিরের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের কর্মীরা।
শুক্রবার বেলা ১১টার দিকে হাটহাজারী মডেল থানার সামনে আয়োজিত এ মানববন্ধন থেকে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে খুনি ও তাদের সহযোগীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা নিহত তানবিরের শিক্ষা প্রতিষ্ঠান আলিপুর রাহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. সাইফুর রহমান বাবরের ভূমিকারও তীব্র সমালোচনা করেন। তারা অভিযোগ করেন, তানবিরের হার্টের সমস্যা ছিল এবং এটি ‘অকাল মৃত্যু’ বলে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন প্রধান শিক্ষক।
সাবেক ছাত্রনেতা জিয়া উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন মুনির, বিএনপি নেতা খায়রুন্নবী, মো. জাকির হোসেন, শুক্কুর মেম্বার, শিক্ষক চাঁন মিয়া, প্রভাষক আরিফুর রহমান জুয়েল, অ্যাডভোকেট মো. রিয়াদ উদ্দিন, সাবেক ছাত্রনেতা আকরাম উদ্দীন পাভেল, রায়হান, মো. হাবিব, আলীপুর স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মো. ইউনুচ খন্দকার, হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার মো. নাজমুল হাসান, স্কুলের প্রাক্তন ছাত্র মো. মামুন প্রমূখ।
বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে খুনি ও সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে তারা স্কুলটির হারানো গৌরব ফিরিয়ে আনারও ঘোষণা দেন।
প্রসঙ্গত, গত ২১ অক্টোবর দুপুরে স্কুলের টিফিন বিরতির সময় পৌরসভার আলীপুর ধোপার দিঘীর পাড় এলাকায় সহপাঠীদের (পরিবারের দাবি কিশোর গ্যাং) হামলায় গুরুতর আহত হয় নবম শ্রেণির ছাত্র তানবির (পিতা-প্রবাসী আবদুল বারেক)। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ দশম শ্রেণির দুই ছাত্রসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে।
এর আগে গত ১৪ অক্টোবর রাতে চৌধুরীহাট এলাকায় দুর্বৃত্তদের হামলায় দুই ছাত্রদল কর্মী নিহত হয়েছিলেন।