সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

মির্জাখীল দরবার শরীফের পীর সৈয়দ আরেফুল হাই আর নেই

জানাজা শনিবার সকালে, দরবার প্রাঙ্গণে
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৪ অক্টোবর ২০২৫ | ৮:৪৭ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়ার ঐতিহ্যবাহী মির্জাখীল দরবার শরীফের সাজ্জাদানশীন ও পীর হজরত ৪র্থ শাহ জাহাঁগীর তাজুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ আরেফুল হাই (ক.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সোয়া নয়টার দিকে তিনি মারা যান বলে দরবার শরীফ সূত্রে জানা গেছে। তার মৃত্যুতে দেশ-বিদেশে থাকা হাজার হাজার ভক্ত ও মুরিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২৫ অক্টোবর) ফজরের নামাজের পর পবিত্র মির্জাখীল দরবার শরীফ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন তার স্থলাভিষিক্ত ও ছেলে হজরত ৫ম শাহ জাহাঁগীর মৌলানা সৈয়দ মুহাম্মদ মকসুদুর রহমান (ক.)।

প্রায় দুই শতাব্দীরও বেশি সময় ধরে সিলসিলাহ-ই-আলীয়াহ জাহাঁগীরিয়ার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত মির্জাখীল দরবার শরীফ। হজরত সৈয়দ মৌলানা মুহাম্মদ আরেফুল হাই (ক.) তার পূর্বসূরি পীর—হজরত ১ম শাহ জাহাঁগীর শেখুল আরেফীন সৈয়দ মৌলানা মোখলেসুর রহমান (ক.), হজরত ২য় শাহ জাহাঁগীর ফখরুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ আবদুল হাই (ক.) এবং হজরত ৩য় শাহ জাহাঁগীর শমসুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ মকছুছুর রহমান (ক.)-এর পদাঙ্ক অনুসরণ করে দরবারের আধ্যাত্মিক ধারা ও মানবসেবার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

তার ইন্তেকালে বিভিন্ন দরবার শরীফের সাজ্জাদানশীন ও আলেম-ওলামারা শোক প্রকাশ করেছেন।