সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়ায় মসজিদের পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু, সম্পর্কে বোন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৪ অক্টোবর ২০২৫ | ৮:৪৯ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একটি মসজিদের পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে, যারা সম্পর্কে চাচাতো ও খালাতো বোন।

শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার উত্তর পারুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া আনু মিয়া হাজি বাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো— রুবিনা সুলতানা হাবিবা (৭), সুমাইয়া আকতার (৮) ও জান্নাতুল ফেরদৌস (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবা প্রবাসী মো. কালু মিয়ার মেয়ে, সুমাইয়া তার ভাই মো. রাজু মিয়ার মেয়ে এবং জান্নাতুল ফেরদৌস একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাহাব্দিনগর এলাকার মো. নাসের উদ্দিনের মেয়ে।

সুমাইয়ার মা রোখসানা বেগম জানান, দুপুরের পর থেকে সুমাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৩টার দিকে তিনি বাড়ির পাশের মসজিদের পুকুরে তিন মেয়েকে ভাসমান অবস্থায় দেখতে পান।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

একই পরিবারের তিন শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে নিহতদের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।