সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত কাভার্ড ভ্যানে আগুন

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৪ অক্টোবর ২০২৫ | ১০:৫০ অপরাহ্ন


চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত অবস্থায় মোবাইল ফোন সামগ্রী ও ইলেকট্রনিক পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানে আগুন লেগেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় কৈবল্যধাম এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, সন্ধ্যা ৬টার দিকে কাভার্ড ভ্যানটিতে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানে থাকা ইলেকট্রনিক ও মোবাইল সামগ্রীর মধ্যে ঘর্ষণের ফলে আগুনের সূত্রপাত হয়েছে।”

নাসির উদ্দিন আরও জানান, আগুনে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেলেও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৮৫ লাখ টাকার মালামাল রক্ষা করতে সক্ষম হয়েছেন।