সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

রাউজানে ফের গুলিতে মৃত্যু, এবার যুবদল নেতা আলমগীর

হাকিম হত্যার রেশ না কাটতেই একই ধরনের ঘটনা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৫ অক্টোবর ২০২৫ | ৭:১৩ অপরাহ্ন


চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী আব্দুল হাকিম হত্যার রেশ কাটতে না কাটতেই আবারও গুলির ঘটনা ঘটেছে, এবার নিহত হয়েছেন মো. আলমগীর আলম (৫০) নামে যুবদলের এক নেতা।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে রাউজান পৌরসভার চারাবটল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় রিয়াদ (২৫) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দুর্বৃত্তরা আলমগীরকে লক্ষ্য করে গুলি চালায় এবং পরে তার লাশ সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের শরীরে অন্তত পাঁচটি গুলির চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

নিহত আলমগীর আলম পূর্ব রাউজান চৌধুরী বাড়ির আবদুর রহিমের ছেলে। তিনি এলাকায় যুবদল কর্মী হিসেবে পরিচিত ছিলেন, তবে কোন নেতার অনুসারী ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

এর আগে গত ৭ অক্টোবর হাটহাজারীর মদুনাঘাট এলাকায় একই ধরনের হামলায় নিহত হয়েছিলেন রাউজানের বাসিন্দা বিএনপি কর্মী আব্দুল হাকিম। রাউজানে গত ১৪ মাসে রাজনৈতিক সহিংসতায় একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।