সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

মিরসরাইয়ে অভিনব চুরি: প্রাইভেটকারে তুলে নিয়ে গেল ১ লাখ টাকার গরু

“আমি গরিব মানুষ, নিঃস্ব হয়ে গেলাম”, মিরসরাইয়ে গরু হারিয়ে কাঁদছেন মৃদুল
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৭ অক্টোবর ২০২৫ | ৬:১৪ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাইয়ে একটি প্রাইভেটকারে করে গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় এই চুরির ঘটনায় প্রায় এক লাখ টাকা মূল্যের একটি গাভী হারিয়েছে এক দরিদ্র পরিবার। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে।

গরুর মালিক মৃদুল নন্দী বলেন, “সকালে বাড়ির পাশে গরু বেঁধে রেখে আসি। দুপুর ১২টার দিকেও গরুটি ছিল, আমি দেখেছি। একজন স্কুলছাত্র আমাকে জানায়, সে একজনকে প্রাইভেটকারে গরু তুলতে দেখেছে। তখন সে ওই লোককে জিজ্ঞেস করলে লোকটি গরুটি কিনেছে বলে জানায়।”

মৃদুল নন্দী আরও বলেন, “পরে বিষয়টি আমাকে জানালে দৌড়ে গিয়ে দেখি গরু নেই। বাছুর আছে, গাভী নিয়ে গেছে। গরুটির মূল্য প্রায় ১ লাখ টাকা। আমি গরিব মানুষ, নিঃস্ব হয়ে গেলাম।”

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, “প্রাইভেটকারে করে গরু চুরির বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”