
চট্টগ্রামের পটিয়ায় বিএনপি কার্যালয়ের প্রধান ফটকে “জয় বাংলা, শেখ হাসিনা” লেখা নিয়ে দিনভর তোলপাড় সৃষ্টি হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার পর পৌরসদরের কলেজ গেইট এলাকায় অবস্থিত বিএনপি অফিসের ফটকে এই চিকা মারা হয়। মঙ্গলবার সকালে এই লেখার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে হেলমেট পরা দুই যুবক এসে বিএনপি কার্যালয়ের ১০ গজ দূরে গাড়িটি রাখে। এরপর তারা ফটকে “জয় বাংলা, শেখ হাসিনা” লিখে দ্রুত স্থান ত্যাগ করে।
শুধু বিএনপি অফিস নয়, একই লেখা পটিয়া পৌরসভা বিএনপি নেতা গাজী আবু তাহেরের মুন্সেফ বাজার এলাকার বাসভবনের দেয়ালে এবং পৌর বিএনপি নেতা তৌহিদুল ইসলামের সুচক্রদন্ডী এলাকার বাড়ির দেয়ালসহ বিভিন্ন দেয়ালে দেখা গেছে। এর আগে পটিয়া পৌরসদরের ইন্দ্রপুল এলাকার ডিভাইডারেও একই লেখা দেখা গিয়েছিল।
বিএনপির দলীয় কার্যালয়ে ‘জয় বাংলা’ লেখা দেখে সাধারণ মানুষ বিস্মিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এ খবর ছড়িয়ে পড়ার পর দুপুরে পটিয়া পৌরসভা যুবদল নেতা হাবিবুর রহমান রিপনের নেতৃত্বে একটি দল এসে ভিন্ন রং দিয়ে দেয়ালের লেখাগুলো মুছে ফেলে।
স্থানীয় এক বিএনপি নেতা জানান, “বিএনপির কার্যালয়ের সিঁড়ির দেয়ালসহ কয়েকজন নেতার বাসভবনের দেয়ালে জয় বাংলা শেখ হাসিনা লিখে পালিয়েছে। হেলমেট পরে আসা দুই যুবকের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে।” তিনি অভিযোগ করেন, “এর আগেও আওয়ামী লীগের এ চক্রটি পটিয়া ইন্দ্রপুলের ডিভাইডারে একই লেখা লিখেছিল। দিনের আলোতে সাহস পায় না।”
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেয়নি কেউ।” তিনি জানান, প্রশাসন জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে।