সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

‘খাসজমি’ নিয়ে সংঘাত: বাঁশখালীতে সেনা-র‍্যাবের অভিযানে মিলল অস্ত্রের খোঁজ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৮ অক্টোবর ২০২৫ | ৯:৪৮ অপরাহ্ন


চট্টগ্রামের বাঁশখালীতে সেনাবাহিনী ও র‍্যাবের এক যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪টি আগ্নেয়াস্ত্র, ১০টি কার্তুজ এবং বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় অর্ধ ডজন মামলার আসামি আবুল হাসান এবং শওকত ইসলাম নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাব জানায়, সরল ইউনিয়নে অস্ত্রধারী সন্ত্রাসীরা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সকাল সোয়া ৬টায় উত্তর সরল এলাকা থেকে ৩টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ৫টি দেশীয় ধারালো অস্ত্র ও ১০টি কার্তুজ উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্প সূত্র জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে সেনাবাহিনী এবং র‍্যাবের একটি টিম এই যৌথ অভিযান পরিচালনা করে। সূত্রটি জানায়, সরল ইউনিয়নে সরকারি খাসজমিতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুটি বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে প্রতিনিয়ত সংঘাত-সংঘর্ষ লেগে থাকে, যেখানে বেশিরভাগ সময় দেশিয় অস্ত্র ব্যবহৃত হয়। এই পরিস্থিতি স্বাভাবিক করার উদ্দেশ্যেই অভিযানটি পরিচালিত হয়।

অভিযান চলাকালীন সময়ে স্থানীয় নুরুল কবির গ্রুপের পক্ষের দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের একজন আবুল হাসেম (৫০), যার নামে একাধিক মামলা রয়েছে এবং অপরজন শওকত ইসলাম (৩২), যার নামে একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে। এছাড়াও অভিযান চলাকালীন সরল ইউনিয়নের ১নং ওয়ার্ডে তল্লাশি চালানোর সময় বেওয়ারিশ অবস্থায় ৪টি আগ্নেয়াস্ত্র, ১০টি কার্তুজ ও বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযান শেষে, গ্রেপ্তার দুই আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সরল এলাকা থেকে আরও অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে।