শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

মাটিরাঙ্গায় লায়ন্স ক্লাবের ক্যাম্পে ৫০০ মানুষের স্বস্তি

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩০ অক্টোবর ২০২৫ | ১০:২৯ পূর্বাহ্ন


খাগড়াছড়ির প্রত্যন্ত উপজেলা মাটিরাঙ্গা। গত মঙ্গলবার, ২৮ অক্টোবর, এখানে দারুস সুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গণটি অন্য যেকোনো দিনের চেয়ে আলাদা ছিল। সকাল থেকেই সেখানে ভিড় জমিয়েছিলেন শত শত মানুষ। উপলক্ষ্য, আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি ও লিও ক্লাব অব চিটাগং গোল্ডেন সিটির যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী সমন্বিত স্বাস্থ্যসেবা ক্যাম্প।

দিনভর এই আয়োজনে ৫০০-রও বেশি রোগীকে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এটি কেবল সাধারণ চিকিৎসায় সীমাবদ্ধ ছিল না। ক্যাম্পে চক্ষু রোগীদের পরীক্ষা-নিরীক্ষার পর অপারেশনের জন্য বাছাই করা হয়, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সেবার পরিধি স্বাস্থ্য ছাড়িয়ে শিক্ষাতেও পৌঁছে যায়; শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী। পরিবেশের ভারসাম্য রক্ষায় রোপণ করা হয় ফলজ গাছের চারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি লায়ন পুলিন চন্দ্র ঘরামী এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা ভিশন চেয়ারপারসন লায়ন আফরোজা বেগম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন অপু। তিনি প্রত্যন্ত অঞ্চলে লায়ন্সের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। লায়ন মোসলেহ উদ্দিন অপু বলেন, “বিশ্বের বৃহত্তম সেবা সংগঠন হিসেবে লায়ন্স ইন্টারন্যাশনাল প্রতিনিয়ত বিশ্বের কোনো না কোনো প্রান্তে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে, যেখানে আলোহীন চোখে নতুন আলোর দেখা মিলছে।”

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পকে সফল করতে আরও উপস্থিত ছিলেন জি.এস.টি লায়ন মোর্শেদুল আলম, লায়ন তারেক কামাল, আরসি-১ লায়ন নিশাত ইমরান, আরসি লায়ন আশিকুল আলম, লায়ন আবদুল মান্নান ভূঁইয়া, লায়ন অ্যাডভোকেট নুরুদ্দিন আরিফ এবং লায়ন আবদুর রাজ্জাক। লিও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিও জেলার জি.এস.টি লিও দেলওয়ার, লিও মাহি বিন জামান, লিও ক্লাব প্রেসিডেন্ট লিও ফরিদ, লিও আরিফসহ লায়ন্স ও লিও ক্লাবের অন্যান্য সদস্যরা।