শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

পটিয়ায় পুলিশের অভিযান অব্যাহত, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ নভেম্বর ২০২৫ | ৯:০৩ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় থানা পুলিশের ধারাবাহিক অভিযানে এক যুবলীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ভাটিখাইন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোজাহের আহমদের ছেলে কুতুব উদ্দিন (৩৫), একই এলাকার মৃত গগন নাথের ছেলে লক্ষীন্দর নাথ, জিরি ইউনিয়নের আবদুল মালেকের ছেলে মো. মফিজ উদ্দীন এবং কেশিহর ইউনিয়নের মৃত কালু মিয়ার ছেলে মো. আমির হোসেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত কুতুব উদ্দীন ভাটিখাইন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান বলেন, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবারও অভিযানে যুবলীগ নেতাসহ ৪জনকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়।”