
চট্টগ্রামের আনোয়ারায় নকল বৈদ্যুতিক তার (ক্যাবল) বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলার বটতলী বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আকতার।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বটতলী বাজারের বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের দোকানে তদারকি চালানো হয়। এ সময় নকল পণ্য, মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রি এবং মূল্য তালিকা না থাকার বিষয়টি খতিয়ে দেখা হয়। অভিযানে নকল ক্যাবল বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই দোকানিকে এই অর্থদণ্ড দেওয়া হয়।
ইউএনও তাহমিনা আকতার বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে দোষী দোকান মালিকদের জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার জন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।