
চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি আলাওল কলেজের শিক্ষার্থী ও নববধূ জান্নাতুল ফেরদৌস হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ গেইট এলাকায় এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রধান আসামি শাহাব উদ্দিনসহ জড়িতদের আগামী তিন দিনের মধ্যে গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে বাঁশখালী প্রবাসী মানবকল্যাণ ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে পাইরাং দেলা মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের মিয়ার বাজার ও বাঁশখালী থানার সামনে দিয়ে গিয়ে উপজেলা পরিষদ এলাকায় মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নববধূ জান্নাতুল ফেরদৌস হত্যার ৯ দিন পার হয়ে গেলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি, যা অত্যন্ত দুঃখজনক। একটি নিরীহ পরিবারের মেয়েকে নির্মমভাবে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, দোষী যেই হোক না কেন, তদন্তের মাধ্যমে দ্রুত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফরহাদের সভাপতিত্বে ও উপদেষ্টা জোবায়েরের সহযোগিতায় মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বাঁশখালী হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা মহিউদ্দিন খান জসিম।
অন্যদের মধ্যে সংগঠনের যুগ্ম সম্পাদক মিনহাজ, হেলাল, আলমগীর, হেলাল উদ্দিন, সাদ্দাম, বোরহান, শোয়াইব, হাবুব, আরসার, সিরাজ, ইউনুস ও আতিকসহ বিভিন্ন প্রবাসী পরিবারের সদস্য ও সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।