রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

পটিয়ায় ৪ একর জমিতে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২১ নভেম্বর ২০২৫ | ৫:১৩ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারিগরি দক্ষতা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চার একর জমিতে এই কলেজটি গড়ে তোলা হবে।

শুক্রবার সকালে উপজেলার জিরি ইউনিয়নে কয়েকজন শিল্প উদ্যোক্তার উপস্থিতিতে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার পর প্রস্তাবিত জায়গাও পরিদর্শন করেন উদ্যোক্তারা।

জিরি খলিলমীর কলেজ মিলনায়তনে আয়োজিত এ সভায় বক্তব্য দেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, শিল্পপতি আহমেদুল হক, আবদুস সালাম ও শামসুল আলম।

উদ্যোক্তারা জানান, কারিগরি শিক্ষায় দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্দেশ্যেই কলেজটি প্রতিষ্ঠা করা হচ্ছে। প্রাথমিকভাবে চার একর জমি নির্বাচন করে স্থান পরিদর্শন করা হয়েছে।

পটিয়া এবিটস ট্রাস্টের সভাপতি ইদ্রিস অপু বলেন, চার একর জমিতে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার মতবিনিময় শেষে জায়গাও পরিদর্শন করা হয়েছে। এই উদ্যোগ কারিগরি দক্ষতা অর্জন এবং এলাকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় অন্যদের মধ্যে কলেজ অধ্যক্ষ মিজবাহুল হক, ব্যবসায়ী সাইফুল আলম, ব্যাংকার আরিফুর রহমান সুমন, মো. ফোরকান ও কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বক্তব্য দেন। পরিদর্শন শেষে বিশেষ মোনাজাত করা হয়।