রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

হাটহাজারীতে ধানের শীষের প্রার্থী বদলের দাবিতে সড়ক অবরোধ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২১ নভেম্বর ২০২৫ | ১০:২৫ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-আংশিক বায়েজিদ) আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হকের অনুসারীরা।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী চৌধুরীহাট ফতেয়াবাদ ডিগ্রি কলেজের সামনে টায়ার জ্বালিয়ে এবং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিএনপির প্রাথমিক মনোনয়নে এ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে শুক্রবার বিকেল ৪টায় ফতেয়াবাদ স্কুল মাঠে সমাবেশের ডাক দিয়েছিলেন ফজলুল হকের অনুসারীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, উত্তর হাটহাজারী থেকে সমাবেশে যোগ দিতে আসার পথে মীরের হাটসহ বিভিন্ন স্থানে তাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন। হামলার প্রতিবাদে এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে তারা সড়ক অবরোধ করেন।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম চৌধুরী বলেন, ঘোষিত প্রার্থী জনগণের মনপুত নয়। তাকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত নেতা এস এম ফজলুল হককে মনোনয়ন দেওয়া হলে জনগণের মধ্যে স্বস্তি ফিরবে।

তিনি অভিযোগ করে বলেন, তাদের শান্তিপূর্ণ সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ কারণেই জনতা ক্ষুব্ধ হয়ে সড়কে নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছে।

উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ইলিয়াস আলী বলেন, গত ৩০ বছর ধরে বিএনপির রাজনীতিতে ত্যাগ স্বীকার করা নেতা ফজলুল হকের মনোনয়ন দাবিতে তারা শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন। কিন্তু মীর হেলালের অনুসারীরা তাদের গাড়িবহরে হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করেছে। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের অনুসারী ও উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন। তিনি বলেন, মীরের হাটে তাদের ওপর কোনো প্রকার হামলা হয়নি। হাটহাজারী মাদ্রাসায় বার্ষিক মাহফিল চলছে, যেখানে হাজারো মুসল্লি অংশ নিচ্ছেন। এই সময়কে কাজে লাগিয়ে দলের দুঃসময়ে পাশে না থাকা ফজলুল হককে মনোনয়ন দেওয়ার ‘অবান্তর’ দাবি নিয়ে কিছু লোক সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছে।

গিয়াস উদ্দিন আরও বলেন, মুসল্লি ও সাধারণ মানুষকে জিম্মি করে এই অবরোধ করা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, ফতেয়াবাদ স্কুলে বিএনপির মনোনয়নবঞ্চিত এস এম ফজলুল হকের অনুসারীদের সমাবেশ ছিল। সমাবেশে আসার পথে মীরের হাট এলাকায় নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন—এমন দাবিতে তারা সড়ক অবরোধ করেছিলেন। সন্ধ্যা ৬টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

উল্লেখ্য, চট্টগ্রাম-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক এবং সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাও। তবে দল থেকে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়।