জর্ডান প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান শাখা।
শুক্রবার জর্ডানের আল সাহাব পৌর মিলনায়তনে সংগঠনেত সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি শরীফুল ইসলাম (বিপ্লব)এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্ডান প্রবাসী বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান খান,বিশেষ অতিথি হিসেবে ছিলেন তাইজুল ইসলাম মাস্টার, হানিফ মাস্টার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং প্রয়াত ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, চট্টগ্রামের প্রবীণ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী, প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম,কোহিনুর রহমান, সেলিম আকাশ,মোতালেব চোকদার, রেজাউল করিম জিয়া, জয়নাল আবেদীন মামুন,সোলায়মান আলী,সোহেল হাকিম, স্বপন ব্যাপারী, শেখ হুমায়ুন কবির সাহিন মিয়া, কামাল হোসেন, আনিসুর রহমান লিটন, কিরন মিয়া, হায়দার আলি, আঃ রাজ্জাক রাজু, সোহাগ হোসেন, মনির মোল্লা, অহিদ পাটোয়ারি ও কিবরিয়া মুন্সিসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামল সরকার।
এসময় বক্তারা তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান ও ২০১৯ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার আহবান জানান।
আলোচনা শেষে জাতীয় সংগীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান শাখার পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকল শিল্পীদের হাতে পুরস্কার ও সংগঠনের উপদেষ্টা জালাল উদ্দিন (বশির),বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক শ্যামল সরকার, ও সিনিয়র সহ- সভাপতি শরীফুল ইসলাম (বিপ্লব)কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।