
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আজিম ওই এলাকার মৃত শাহ আলমের ছেলে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন জানান, আজিমের বিরুদ্ধে বন আইনের সংশ্লিষ্ট ধারায় দায়ের হওয়া একটি মামলায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
ওসি আরও জানান, পরোয়ানা মূলে মঙ্গলবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।