
চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে ১১৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মোহাম্মদ রুবেল (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের লচু সওদাগরের বাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার রুবেল ওই এলাকার মোহাম্মদ নুরুন নবীর ছেলে।
পটিয়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকিবের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে রুবেলের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে রুবেলকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবারই তাকে আদালতে পাঠানো হয়েছে।