শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

পটিয়ায় একই দিনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ ডিসেম্বর ২০২৫ | ৮:০০ অপরাহ্ন


চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। তফসিল ঘোষণার এক সপ্তাহ পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এদিন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফরিদুল আলমের পক্ষে এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিএনপির প্রার্থী এনামুল হক এনামের পক্ষে ফরম সংগ্রহ করা হয়।

জামায়াত প্রার্থীর পক্ষে ফরম সংগ্রহ করেন তার প্রতিনিধি আকতার হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ ব্যাংকার আহমদ নূর, পটিয়া পৌরসভা জামায়াতের আমীর সেলিম উদ্দীন, কালারপোল থানা আমীর মাস্টার নাছির উদ্দীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাদেক হোসেন, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি নজরুল ইসলাম, জামায়াত নেতা আবুল কাশেম, নুরুল ইসলাম ও ফখরুল আজিম।

ফরম সংগ্রহের পর আকতার হোসাইন বলেন, “পটিয়ার মানুষ একজন সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করার জন্য উন্মুখ হয়ে আছে। জামায়াতে ইসলামী যাকে মনোনয়ন দিয়েছে তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।”

অন্যদিকে, চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপি প্রার্থী এনামুল হক এনামের পক্ষে ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী কামাল উদ্দীন, বিএনপি নেতা মোরশেদুল শফি হিরু, মো. নাজমুল হক, মো. ফিরোজ ও মো. হেলাল।

বিএনপি নেতা মোরশেদুল শফি হিরু বলেন, “এনামুল হক এনাম দুঃসময়ে রাজপথের সৈনিক ও সফল ব্যবসায়ী। পটিয়ার মানুষ নির্যাতিত এনামুল হক এনাম ভাইকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করবে।”

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারহানুর রহমান জানান, তফসিল ঘোষণার পর পটিয়া অফিস থেকে জামায়াত প্রার্থী ডা. ফরিদুল আলমের ফরমটিই ছিল প্রথম বিক্রি। অন্যদিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা গোলাম হোসেন বিএনপি প্রার্থীর মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।