সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ডেনমার্ক আওয়ামী লীগের ডিজিটাল সাংগঠনিক রিপোর্ট পেশ

| প্রকাশিতঃ ২৫ ডিসেম্বর ২০১৭ | ৭:৩১ অপরাহ্ন

কোপেনহেগেন : ডেনমার্ক আওয়ামী লীগ ২০১৭ সালের সার্বিক কার্যক্রম-এর সাংগঠনিক রিপোর্ট প্রকাশ করেছে ডিজিটাল পদ্ধতিতে। সোমবার ডেনমার্ক আওয়ামী লীগের নিজস্ব ইউটিউব চ্যানেল এই রিপোর্ট প্রকাশ করা হয়।

এ প্রসঙ্গে ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল মিঠু ও সাধারণ সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া এক বিবৃতিতে বলেন , বাংলাদেশ আওয়ামী লীগের মেনিফেস্টো ডিজিটাল বাংলাদেশ গড়া। সেই লক্ষ্যে আমাদের বাংলদেশ অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ সরকার ও আওয়ামী লীগ বিভিন্ন ক্ষেত্রে ই-সার্ভিস চালু করেছে। তারই অংশ হিসেবে ডেনমার্ক আওয়ামী লীগের সার্বিক কার্যক্রমকে আমরা ইলেক্ট্রনিকভাবে প্রকাশ করার উদ্যোগ নিয়েছি। ডেনমার্ক আওয়ামী লীগ এর ইউটিউব চ্যানেলে এই রিপোর্ট দেখা যাবে।

এছাড়া ডেনমার্ক আওয়ামী লীগের পেজ বুক পেইজ এবং টুইটারে এই রিপোর্ট দেখা যাবে। আগামী দিনে ইউরোপ আওয়ামী লীগকে শক্তিশালী করার ক্ষেত্রে ডেনমার্ক আওয়ামী লীগ কাজ করে যাবে। যোগ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
লিংক https://www.youtube.com/watch?v=2NrP9RwPxe0&feature=share