
চট্টগ্রামের পটিয়ায় বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে পুলিশের হাতে ধরা পড়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ইমন। শনিবার দুপুরে পটিয়া পৌরসদরের একটি রেস্তোরাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ২২ বছর বয়সী ইমন পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগের পদধারী নেতা। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নাজিম উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ব্যানারে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ওই কর্মসূচিতে ইমনের নেতৃত্বে ঝটিকা মিছিল বের করা হয় বলে অভিযোগ রয়েছে। এরপর থেকেই পুলিশ তাঁকে খুঁজছিল। শনিবার দুপুরে তিনি বান্ধবীর সঙ্গে দেখা করতে পটিয়া সদরের একটি রেস্তোরাঁয় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমনকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।