শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সাতকানিয়ায় বন্দুক ও ২০ রাউন্ড কার্তুজসহ এক ব্যক্তি গ্রেপ্তার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৯ ডিসেম্বর ২০২৫ | ৬:০৫ পূর্বাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়ায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ সেলিম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার উপজেলার ৯ নম্বর পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইছামতি আলীনগর দৌলতপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৪১ বছর বয়সী মোহাম্মদ সেলিম ওই এলাকার মৃত ইছহাকের ছেলে।

সাতকানিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার ইছামতি আলীনগর দৌলতপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোহাম্মদ সেলিমের হেফাজত থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ২০টি কার্তুজ ও দুটি ধারালো দা উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার করা অস্ত্র ও ধারালো দাগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার সেলিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।