সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

মেয়র আ.জ. ম নাছিরকে কোপেনহেগেন বিমানবন্দরে অভ্যর্থনা

| প্রকাশিতঃ ২৯ ডিসেম্বর ২০১৭ | ৮:৫০ পূর্বাহ্ন

ডেনমার্ক (কোপেনহেগেন) : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ. ম নাছির উদ্দীনকে ডেনমার্ক-এর কোপেনহেগেন বিমান বন্দরে অভ্যর্থনা জানিয়েছে ডেনমার্ক আওয়ামী লীগ।

ইউরোপ সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কোপেনহেগেন বিমানবন্দরে পৌঁছলে মেয়রকে এই অভ্যর্থনা জানানো হয়।

ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু , সাধারণ সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্রসংসদের প্রাক্তন ভিপি ডা. বিদ্যুৎ বড়ুয়া মেয়রকে স্বাগত জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইউসুফ, হিল্লোল বড়ুয়া, ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট, আসাদুজ্জামান , জুয়েল, বখতিয়ারসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

দুইদিনের সরকারি সফরে ডেনমার্কের কোপেহাগেন এসেছেন মেয়র নাছির। সফরসঙ্গী হিসেবে রয়েছেন চট্টগাম মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, তরুণ শিল্পোদ্যোক্তা নিয়াজ মোরশেদ এলিট।

সফরকালে মেয়র উন্নয়নশীল দেশের অন্যতম ডেনমার্কের কোপেনহেগেন শহরের নানা প্রকল্প পরিদর্শন করবেন। ৩১ ডিসেম্বর তিনি বাংলাদেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ডেনমার্কে অবস্থানকালে সেখানকার চট্টগ্রামের মানুষের সঙ্গে মেয়রের মতবিনিময়েরও কথা রয়েছে।